প্রকাশিত: Sun, Jul 9, 2023 1:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:57 AM

[১]বিএনপির এক দফা আন্দোলন ভেস্তে যাবে: ওবায়দুল কাদের

এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিসহ ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলনের পতন অনিবার্য। তাদের আন্দোলন সরকার পতনের একটা ঢেউও জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? যে লক্ষ্য নিয়ে এই ঐক্য,তাতে ফল আসবে অসহনীয়। সরকার যেমন আছে তেমনই থাকবে।  

[৩] শনিবার রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

[৪] তিনি বলেন, বিএনপির ঐক্যে দফায় দফায় পরিবর্তন হয়। ৩২ দল টিকবে কি-না তার গ্যারান্টি নেই। আগে ছিল ৫৪ দল। 

[৫] মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফরে বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়, তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছে। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কীভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।

[৬] সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গাজীপুর থেকে কাউলা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠে যাবে, এরপর এই গাড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে নামবে। তাতে ঢাকা শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এখানে যানবাহনে চাপ অনেক কমে যাবে। আর আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর সঙ্গে এসে লিংকড হয়ে যাবে। 

[৭] ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে জানতে চাইলে তিনি বলেন, থ্রি-হুইলার ও মোটরসাইকেল বাদে সব চলবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব